শেরপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো. আকরামুল হোসেন পিপিএম। গত ৩ মে তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করে প্রাক্তন পুলিশ সুপার মোনালিসা বেগমের স্থলাভিষিক্ত হন।
যোগদান করেই তিনি গত শনিবার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তবে আইনশৃঙ্খলার অবনতি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার বলেন, এবারের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ। কেউ নির্বাচনে ঝামেলা করতে চাইলে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তিনি পুলিশকে দায়িত্ব পালনে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মো. আকরামুল হোসেন পিপিএম চুয়াডাঙ্গা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
টিএইচ